ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

খালেদা জিয়ার জামিননামা দাখিল    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ১৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিননামা দাখিল করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। বুধবার (১৬ মে) বিকাল ৩ টায় ঢাকা মহানগর হাকিম আদালতের জুডিশিয়াল মুন্সিখানা শাখায় এ জামিননামা দাখিল করা হয়।  

খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, খালেদা জিয়া জামিননামার জিম্মদার হিসাবে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার স্বাক্ষর করেন।

এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিননামা দাখিলের পর মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী ওমর ফারুখ বলেন, খালেদা জিয়ার জামিননামা আমাদের মুন্সী শাখায় দাখিল করা হয়েছে। কিন্তু আপিল বিভাগের আদেশ না পাওয়া পর্যন্ত তা আমরা আদালতে উপস্থাপন করতে পারবো না। আপিল বিভাগের আদেশ আসার পর আদালত জামিননামাটি গ্রহণ করলে তা কারাগারে পাঠানো হবে।

বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একইসঙ্গে সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার দায়ের করা হাইকোর্টের আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করারও আদেশ দেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি